বেঙ্গালুরু টেস্ট শুরুর আগের দিন ধাক্কা খেল নিউজিল্যান্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হাঁটুর চোটে সিয়ার্স ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে। তার বদলে দলে নেওয়ায় হয়েছে পেসার জ্যাকব ডাফিকে। ডাফির এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি।
Ben Sears

আগেই জানা গিয়েছিলো ইনজুরির কারণে বেঙ্গালুরু টেস্টে খেলতে পারবেন না কেইন উইলিয়ামসন। এবার টেস্টের আগের দিন গোটা সিরিজ থেকেই পেসার বেন সিয়ার্সের ছিটকে পড়ার দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হাঁটুর চোটে সিয়ার্স ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে। তার বদলে দলে নেওয়ায় হয়েছে পেসার জ্যাকব ডাফিকে। ডাফির এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি। সম্প্রতি তিনি ইংলিশ কাউন্টিতে খেলছিলেন। বুধবার রওয়ানা তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

সিয়ার্স ছিটকে যাওয়ায় প্রথম টেস্টে একাদশে বিবেচনার জন্য নিউজিল্যান্ড একাদশে আছেন সদ্য নেতৃত্ব ছেড়ে দেওয়া টিম সাউদি, ম্যাট হেনরি ও উইল ও'রোক।

কয়েকদিন আগে শ্রীলঙ্কা সফরে হাঁটুতে চোট পেয়েছিলেন সিয়ার্স। ভারত সফরের স্কোয়াডে থাকলেও  দেশে ফিরে স্ক্যান করে তার জন্য অপেক্ষা করা হয়। ২৬ বছর বয়েসী পেসার অপেক্ষার পর শুনলেন খারাপ খবর।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড সিয়ার্স ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন, 'বেনের (সিয়ার্স) চোট নিয়ে আমরা হতাশ। গত গ্রীষ্মে সে দারুণ করেছে। গতিময় এই পেসারকে ছাড়া আমাদের কতদিন খেলতে হয় দেখতে হবে। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।'

সিয়ার্সের বদলি ডাফি ৬ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেললেও এখন টেস্ট খেলেননি। তবে ৩০ বছর বয়সী ডাফিকে নিয়ে আশাবাদী স্টেড, 'জ্যাকবের জন্য এটা রোমাঞ্চকর সুযোগ। সে টেস্ট খেলার আশেপাশেই ছিলো। এই সিরিজে তিনটা টেস্ট আছে। তার অভিষেকের খুব ভালো সম্ভাবনা আছে।'

বুধবার বেঙ্গালুরুতে টম ল্যাথামের নেতৃত্বে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে খারাপ সময় পার করা নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

25m ago