শাহীন চাকলাদারসহ আ. লীগের সাবেক ৩ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকার দায়ে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ (এমপি) নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তারা হলেন—বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমন, তার স্ত্রী রওনক রহমান, গাইবান্ধা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ, তার স্ত্রী রুহুল আরা রহিম, যশোর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, তাদের মেয়ে সামিয়া জাহান অন্তরা, মাইশা জাহান অহনা ও ছেলে জাবির চাকলাদার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সাইদুজ্জামান ও সফিউল্লাহর আদালতে পৃথক তিনটি আবেদন জমা দেওয়ার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা।

একইসঙ্গে পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারের (ইমিগ্রেশন) কাছে অর্ডারশিট পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন বিচারক।
 

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago