প্রমোশনাল কনটেন্ট

কম দামে ‘স্বপ্নে’ সবজি

কৃষক থেকে ভোক্তাপর্যায়ে সবজি আসার পথে নানান কারণে চড়া দামে কিনতে হয় ভোক্তাদের। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা ক্রেতাদের সুলভ মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিটেইল চেইন শপ 'স্বপ্ন'।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, মানিকগঞ্জ, বগুড়াসহ বেশকিছু এলাকার কৃষক থেকে সরাসরি পণ্য কিনছে তারা। বেগুন, কাঁচা পেঁপে, লাউ, পটল, ঢেঁড়স, শসাসহ বেশকিছু সবজি খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের জন্য অফারে শুক্র ও শনিবার (১৮ ও ১৯ অক্টোবর) স্বপ্ন আউটলেটে বিক্রি হবে।

তাদের বিক্রি করা সবজির দাম হবে, কাঁচাকলা প্রতি পিস ছয় টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৫৮ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬৫ টাকা, কাঁচা পেঁপে ৩৫ টাকা, বেগুন (লম্বা) ৯৫ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কলমি শাক প্রতি আঁটি ১৫ টাকা।

স্বপ্ন'র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে। এ সময় তাদেরকে খানিকটা স্বস্তি দিতে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভমূল্যে বাজার থেকে যথেষ্ট কম দামে আমাদের ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আটটি সবজি দিয়ে এই উদ্যোগটি শুরু হচ্ছে, সামনে এর পরিসর আরও বাড়বে।

Comments

The Daily Star  | English
Jatiya Party Poll Withdrawal Over Seat-Sharing

Jatiyo Party suspends tomorrow's rally

JP came up with the decision around two hours after Dhaka Metropolitan Police in a notice announced to prohibit all meetings, gatherings, processions, and demonstrations in front of the party's office and surrounding areas in Kakrail tomorrow

22m ago