'মেসি-রোনালদিনহোদের মতো নিজের ইতিহাস লিখছেন ইয়ামাল'

মাত্র ১৫ বছর বয়সেই ফুটবল বিশ্বে নজর কাড়েন। এরপর বাকী পুরোটাই যেন রূপকথার গল্প। দুই বছরেই সেই তরুণ এখন বার্সেলোনার প্রাণভোমরা। এমনকি স্পেনেরও। চারদিকে চলছে এই তরুণের বন্দনা। এরমধ্যেই অতীত এবং বর্তমানের সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এই তরুণকে।

অথচ বয়স মাত্র ১৭। ইতিমধ্যেই ক্লাবের সিনিয়র পর্যায়ে ৬০টি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। স্পেনের হয়েও খেলেছেন ১৭টি ম্যাচ। জিতে নিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। বার্সেলোনায় এই তরুণ মেসি, রোনালদিনহো, ক্রুয়েফদের মতো কিংবদন্তিদের কাতারে পৌঁছবেন বলেই মনে করেন ক্লাবটির সাবেক ফুটবলার ও বর্তমান স্পোর্টস ডিরেক্টর ডেকো।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'সবসময় তুলনা হবে কারণ ফুটবল হল আবেগের জায়গা এবং অন্ধভক্তিও। আমরা মানুষের বিপরীত জিজ্ঞাসা করতে পারি না, তবে সবকিছু তার সময়েই থাকে। লামিনে নিজের গল্প লিখছে। যেমনটা লিও (মেসি), ইয়হান (ক্রুয়েফ), (আন্দ্রেস) ইনিয়েস্তা বা রোনালদিনহো তাদের সময়ে ছিল।'

তবে অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। মূলত লিওনেল মেসি দল ছাড়ার পর থেকেই। আর্থিক দিক দিয়ে তো রীতিমতো কোণঠাসা। ক্লাবের ফলাফলও সুবিধার নয়। গত মৌসুমে তো ক্লাবটি থেকে শিরোপাশূন্য। তবে ইয়ামালের মতো তরুণদের হাত ধরেই ক্লাবটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন ডেকো।

'এই ক্লাবের জন্য বেঞ্চমার্ক হওয়ার মতো সবকিছুই ওরমধ্যে আছে এবং ওকে বাড়িতে (বার্সায়) পাওয়া, ওর যত্ন নিতে এবং ওর প্রশংসা করতে পারাটা চমৎকার ব্যাপার। মেসির মতো জয়ী দলে বেড়ে ওঠার জন্য ও যথেষ্ট ভাগ্যবান নয়, তবে ও একটি পুনর্নবীকরণ প্রক্রিয়ার অংশ হতে যাচ্ছে,' বলেন এই পর্তুগিজ তারকা।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago