‘কী ছিলে আমার বলো না তুমি’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
মনি কিশোর | ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোররাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিটিভি ভবনের পেছনের একটি বাসায় মনি ভাড়া থাকতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আতাউর রহমান বলেন, 'ওই বাসায় মনি একাই থাকতেন। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়িওয়ালা আজ ভাড়া নিতে গিয়ে অনেকবার কলিংবেল বাজিয়ে সাড়া পাননি। এ ছাড়া, ভেতর থেকে দুর্গন্ধ আসায় তার সন্দেহ হয়।'

'তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে আমাদের জানানো হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে,' বলেন আতাউর।

তিনি আরও বলেন, 'মরদেহ পচতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তয়নাতদন্তের পরে কবে ও কীভাবে তার মৃত্যু হয়েছে জানা যাবে।'

'কী ছিলে আমার বলো না তুমি', 'আমি মরে গেলে', 'ফুল ঝরে তারা ঝরে', 'মুখে বলো ভালোবাসি', 'আমি ঘরের খোঁজে' এ রকম অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মনি কিশোর।

Comments

The Daily Star  | English

Dhaka board chairman announces resignation amid protests

Amid the ongoing protest for reevaluation of HSC results by a group of students, Dhaka Board Chairman Prof Tapan Kumar Sarkar announced his resignation today

3h ago