সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

ডিএমপি থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইমরান আহমদ। ছবি: সংগৃহীত

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

ডিএমপি থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত হন এবং ২০১৮ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে একই দপ্তর দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Won’t silence my voice and conscience, ZI Panna says after securing HC bail

The High Court today granted anticipatory bail to eminent Supreme Court lawyer and human rights activist ZI Khan Panna till submission of the probe report by police over an attempted murder case

1h ago