সিরাজগঞ্জ

গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত

সিরাজগঞ্জ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতরাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার খালেদ হোসেন ও সোহাগ হোসেন। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, রোববার রাতে তিন কিশোর মোটরসাইকেলে বেলকুচি যাওয়ার পথে কামারখন্দ উপজেলার চৌবারিয়ায় দ্রুতগতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুইজনের মৃত্যু হয়। আহত আরেক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago