‘বরবাদ’র শুটিংয়ে মুম্বাই গেলেন শাকিব খান

sakib khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

'বরবাদ' সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই গেলেন শাকিব খান। আগামীকাল বুধবার থেকে তিনি শুটিংয়ে অংশ নিবেন।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী একমাস মুম্বাইয়ে শুটিং করবেন শাকিব।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার শুটিং শুরু হয়েছে কয়েকদিন আগে। সিনেমায় শাকিবের বিপরীতে আছেন ভারতের ইধিকা পাল।

এর আগে আলোচিত 'প্রিয়তমা' সিনেমায় জুটি হয়েছিলেন এই দুই তারকা।

অ্যাকশন ঘরানার 'বরবাদ' সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে শুটিং।

আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments