ছিনতাই-ডাকাতি

এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচির পর মোহাম্মদপুরে অভিযান, আটক ৪৫

ফাইল ফটো

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউসিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এর মধ্যে অধিকাংশই কিশোর।'

'সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরাপরাধদের ছেড়ে দেওয়া হবে,' বলেন তিনি।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। প্রায় প্রতিদিনই নতুন করে হত্যা, ছিনতাই ও ডাকাতির খবর আসছে।

সন্ত্রাসমুক্ত এলাকার দাবিতে স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন।

এরপর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অভিযান শুরু করে। পরবর্তী ছয় ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়।

হাফিজুর রহমান বলেন, 'বিকেলে শিক্ষার্থী ও এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করে। আমরা তাদের আশ্বস্ত করেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা কার্যকর ব্যবস্থা নেব। আমাদের অভিযান চলছে, অভিযান চলবে।'

Comments

The Daily Star  | English
President Mohammed Shahabuddin

Call for president’s removal: BNP yet to be on board, Jamaat is

Two Islamist parties have agreed in principle with the student leaders on the demand for President Mohammed Shahabuddin’s removal, while the BNP says it will announce its decision after discussing the matter at party forum.

6h ago