জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

ছবি: সংগৃহীত

শিল্প উৎপাদন প্রবৃদ্ধিতে মন্দার কারণে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে তিন দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

গত অর্থবছরের এপ্রিল-জুনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এই প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ৮৮ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন বেড়েছে তিন দশমিক ৯৮ শতাংশ, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে কৃষি উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধিও কমেছে।

উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে চাপে থাকা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এপ্রিল-জুন প্রান্তিকে নিম্নমুখী ছিল।

Comments

The Daily Star  | English

Onion prices climb back to Tk 150 per kg

Prices of local varieties of onions again reached Tk 150 per kilogramme (kg) in different kitchen markets in Dhaka while hitting as much as Tk 165 per kg in certain cities outside the capital, deepening the woes of low and fixed-income people..In November 2023, local varieties of the popul

50m ago