মিরপুরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ: গুলিবিদ্ধ ২

রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ হয় | ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর মিরপুর-১৪ ও কাফরুল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

গুলিবিদ্ধ দুইজন হলেন—আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনই পোশাক কারাখানা সেন্টেক্স ফ্যাশনস লিমিটেডের কর্মী। 

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঝুমা আক্তারের ডান পায়ে ও আল আমিনের পিঠে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এর পরপরই আশেপাশের কারখানার শ্রমিকরাও বিক্ষোভ শুরু করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

সেন্টেক্স ফ্যাশনস লিমিটেডের আরেক শ্রমিক কবির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সংঘর্ষের এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে।

আল আমিন জানান, বাড়ি ফেরার সময় মিরপুর-১৪ এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, তার বোনের পায়ে গুলি লেগেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের সময় পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে কারণে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয় পুলিশ ও সেনা কর্মকর্তারা।

626146

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team returns home

Champions arrive home

Bangladesh Women's football team, winners of the 2024 edition of the SAFF Women's Championship, landed at the Hazrat Shahjalal International Airport in Dhaka in the afternoon today. 

4h ago