চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে ব্লক-রেইড: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে চট্টগ্রাম শহরজুড়ে ব্লক-রেইড পরিচালনা করবে পুলিশ।

তিনি দাবি করেন, পুলিশের নৈতিক মনোবল আগের মতোই দৃঢ় রয়েছে এবং নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সদা প্রস্তুত।

সিএমপি দামপাড়া সদর দপ্তরে নগরীতে মোটরবাইক টহলের আনুষ্ঠানিকভাবে চালু উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বৃহস্পতিবার এসব কথা বলেন।

এই উদ্যোগের আওতায় সিএমপির ১৬টি থানায় মোটরবাইক টহল কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে নগরজুড়ে দ্রুত এবং তাৎক্ষণিক পুলিশিং নিশ্চিত করা হয়ে বলে জানিয়েছেন সিএমপির কর্মকর্তারা।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) তহবিল থেকে ৪০টি নতুন মোটরবাইক দেওয়া হয়েছে সিএমপিকে। ৪০টি নতুন মোটরবাইকসহ মোট ১০০টি মোটরবাইক সক্রিয়ভাবে এই উদ্যোগের আওতায় কাজ করবে।

তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোটরবাইক টহল একটি কার্যকরী ব্যবস্থা হবে। এটি পুলিশকে আরো বেশি জনবান্ধব এবং জনসম্পৃক্ত করবে। প্রতিটি বাইকে দুজন করে এই টহল দল সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই পালায় দায়িত্ব পালন করবে এবং জরুরি পরিস্থিতিতে যেমন ৯৯৯ কলের সাড়া দিতে সবসময় প্রস্তুত থাকবে।'

সিএমপি সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ থানাগুলোতে চারটি করে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে দুটি করে মোটরবাইক বরাদ্দ দেওয়া হয়েছে, যা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করবে।

কমিশনার হাসিব আজিজ আরও বলেন, 'সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে, যা মোকাবিলায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।'

তিনি জনগণের আস্থা অর্জনে এবং নাগরিক সেবায় পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

1h ago