জুলাই-সেপ্টেম্বরে ইস্টার্ণ ব্যাংকের মুনাফা কমেছে ২৩ শতাংশ

ইস্টার্ণ ব্যাংক

ইস্টার্ণ ব্যাংক পিএলসি জানিয়েছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৩ শতাংশ কমে ১৪০ কোটি ৯১ লাখ টাকা হয়েছে।

এই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় কমে দাঁড়িয়েছে এক টাকা শূন্য চার পয়সা। এটি আগের অর্থবছরের একই সময়ে ছিল এক টাকা ৩৫ পয়সা।

এই তিন মাসে দরপতন সত্ত্বেও চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির মুনাফা বেড়েছে।

ইস্টার্ণ ব্যাংকের মুনাফা হয়েছে ৪৬২ কোটি ৭৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ের ৪২৫ কোটি ৭৮ লাখ টাকা থেকে আট শতাংশ বেশি।

ব্যাংকটির নয় মাসের নিট সুদ আয় আগের বছরের একই সময়ের ৫৮২ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে ৭৯১ কোটি ৬০ লাখ টাকা হয়েছে।

ইস্টার্ণ ব্যাংক এই প্রবৃদ্ধিকে ঋণের হারের ওপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া ও প্রচুর ঋণ দেওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়াও, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ব্যাংকটির বিনিয়োগ আয় বেড়েছে ১৮৫ কোটি ৫৫ লাখ টাকা। ফলে মোট আয় বেড়ে হয়েছে ৭৮৯ কোটি ৩৬ লাখ টাকা।

বিনিয়োগ আয় বেড়ে যাওয়ার জন্য বর্ধিত আয়, সরকারি সিকিউরিটিজে বেশি বিনিয়োগ, রেপো লেনদেন থেকে মুনাফা ও বাড়তি শেয়ার বিক্রিকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকের নগদ প্রবাহও বেড়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নেট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) তিন টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ৩৬ পয়সা হয়েছে।

এনওসিএফপিএস বেড়ে যাওয়ার জন্য ব্যাংকটি বেশি আমানত, বাড়তি সুদের আয় ও ফি, কমিশন এবং বিনিয়োগের রিটার্ন থেকে পাওয়া মুনাফাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago