চার ম্যাচ পর রোনালদোর গোল, আল-নাসরের বড় জয়

Cristiano Ronaldo

টানা চার ম্যাচ গোলবিহীন থাকার পর অবশেষে গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার সঙ্গে জ্বলে উঠলেন সতীর্থরাও। তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল-আইনকে গুঁড়িয়ে দল আল-নাসর।

সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার রাতে আল-আইনকে ৫-১ গোলে হারিয়েছে আল-নাসর। ম্যাচের ৩১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। জোড়া গোল করেন তালিসকা। ওয়েসলি পান আরেক গোল। এছাড়া আত্মঘাতি থেকে একটি গোল পায় নাসের। আল-আইনের একমাত্র গোলও এসেছে আত্মঘাতি থেকে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে আল-আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছিল আল-নাসের। সেই শোধ তারা নিল দারুণভাবে।

ম্যাচের পঞ্চম মিনিটেই তালিসকা এগিয়ে নেন দলকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বক্সের সামনে থেকে দারুণ শটে বল জালে জড়ান। ৩১ মিনিটে সাদিও মানের শট ঠেকালেও তা ধরতে পারেননি আল-আইন গোলকিপার। সামনেই দাঁড়ানো রোনালদো তা পেয়ে সহজেই জালে জড়ান। এই গোলের মাধ্যমে ৯০৮ নম্বর গোল হয় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার।

৩৭ মিনিটে আত্মঘাতি গোলে ৩-১ হয়ে যায় ব্যবধান।  বিরতির পর আত্মঘাতি গোলে আল-আইন ব্যবধান কমালেও শেষ দিকে আরও দুই গোল পায় নাসর। ৮১ মিনিটে ওয়েসলি ও তালিসকা যোগ করা সময়ে করেন গোল। 

এই জয়ে চার ম্যাচে তিন জয়, এক ড্র নিয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আল-নাসর। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। দুইয়ে আছে আল-আহলি। চার-ম্যাচের তিনটাই হেরে বর্তমান চ্যাম্পিয়ন আল-আইন ১২ দলের মধ্যে একদম তলানিতে।

Comments