বিপিএল জমকালো করতে এবার বাহ্যিক বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিসিবি

BPL title sponsor
ছবি: ফিরোজ আহমেদ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিপিএলে এবার অনেক নতুনত্ব থাকছে বলে কদিন ধরেই বলছিলেন বিসিবির কর্তারা। কিন্তু নির্দিষ্টভাবে আসলে কী উল্লখ্যযোগ্য নতুনত্ব থাকছে তা এখনো পরিষ্কার নয়।  টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ডিজিটাল স্ক্রিনে করার কথা ছাড়া সামাজিকভাবে বিপিএলের প্রচার ও সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেছেন তারা। এর বাইরে তাদের আর কোন উদ্যোগ স্পষ্ট হয়নি।

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় টাইটেল স্পন্সর। এবার টুর্নামেন্টটির টাইলেট স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে ব্যাংকটি কত টাকায় স্পন্সরশীপ কিনে নিয়েছে তা 'বিজনেস সিক্রেট' বলে আড়াল করেছে তারা। বিসিবি মাত্রার কাছ থেকে এবার কত টাকা পাচ্ছে তাও জানায়নি। তবে এক সূত্রে জানা গেছে পূর্বের চুক্তি অনুযায়ী সাড়ে ৫ কোটি টাকা পাবে বিসিবি।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের আগ্রহ ও পরিকল্পনায় ৯টি মন্ত্রণালয় ও অন্যান্য স্টেকহোলার এবার বিপিএলে নানাভাবে যুক্ত হবে। ফাহিমদের ভাষায়,  'বিপিএল যেহেতু তারুণ্যের আয়োজন তাই এই আসরে জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয়ের ছোঁয়ায় বর্ণিল হবে পুরো টুর্নামেন্ট।' 

কিন্তু আসলে কী আয়োজন থাকছে, নির্দিষ্ট কী কী বিষয় থাকছে তা পরিষ্কার করেননি তারা। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ইউনূসের অলিম্পিক অভিজ্ঞতা কাজে লাগাবেন তারা। কিন্তু অলিম্পিকের মতন বৈশ্বিক আসরের সঙ্গে একটি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সম্পর্ক, প্রাসঙ্গিকতা কী তাও পরিষ্কার করতে পারেননি বিসিবির এই কর্মকর্তা।  তবে মাঠের ক্রিকেট যাতে মানসম্পন্ন হয় ও সম্প্রচার যাতে আন্তর্জাতিক মানের হয় সেই ব্যাপারটি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন,  বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন।

৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বরাবরের মতন এবারও দেশের তিন ভেন্যুতে হবে এই আসর। খেলা দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago