আমাদের লক্ষ্য সেরা আটে থাকা: বার্সেলোনা কোচ
চ্যাম্পিয়ন্স লিগে এবার সম্পূর্ণ নতুন ফরম্যাটে খেলা হচ্ছে। আমূল বদলে গেছে গ্রুপ পর্ব। শক্তিশালী প্রতিপক্ষদের মধ্যে লড়াই বেড়েছে। নকআউট পর্বের শুরুতেও জায়ান্টদের মধ্যে মোকাবেলার সম্ভাবনা রয়েছে। তবে শুরুতেই কঠিন প্রতিপক্ষ এড়াতে শীর্ষ আটে থাকার বিকল্প নেই। তাই প্রতিটি ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ শিরোপা প্রত্যাশীদের জন্য।
প্রথম পর্বের ৩৬ দলের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। এরপরের ১৬টি দল খেলবে প্লে-অফ ম্যাচ। জয়ী দল সুযোগ পাবে শেষ ষোলোতে। সেরা আটে থাকলে তাই কিছুটা হলেও শক্তিশালী দলদের এড়ানো যেতে পারে। এছাড়া নকআউট পর্বে নামার আগে বাড়তি বিশ্রামও মিলবে।
বার্সেলোনার লক্ষ্য সেটাই। চ্যাম্পিয়ন্স লিগে এবার শুরুটা ভালো হয়নি তাদের। মোনাকোর বিপক্ষে হার দিয়ে শুরু। তবে এরপর টানা দুই ম্যাচে জিতেছে দলটি। জিতেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও। এবার তাদের সামনে কিছুটা কম শক্তির দল রেড স্টার বেলগ্রেড। তাদের বিপক্ষেও জয় তুলে এগিয়ে যেতে চায় দলটি।
ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে কোচ হ্যান্সি ফ্লিক বললেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জিততে এখনও অনেক কঠোর পরিশ্রম করতে হবে এই নতুন চ্যাম্পিয়ন্স লিগে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা কঠিন ম্যাচ হবে। আমরা জানি যে রেড স্টারের একটি ভালো দল আছে, তাদের একটি ভালো আক্রমণভাগ রয়েছে, তবে আমাদের লক্ষ্য জয় তুলে নেওয়া।'
সাম্প্রতিক সময়টা ভালো গেলেও সবশেষ এস্পানিওলের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বার্সেলোনা। যদিও প্রথম আধা ঘণ্টায় তিন গোলের লিড নেয় তারা। কিন্তু এরপর মনোযোগ হারিয়ে ফেলে দলটি। তখন দাপট ছিল এস্পানিওলের। একটি গোলও পায় তারা।
সেই ম্যাচ ভুলে সামনের দিকেই শিষ্যদের মনোযোগ দিতে বলেছেন ফ্লিক, 'আমি দলকে বলেছি যে ডার্বি ম্যাচ শেষ। গত কয়েক মাসে আমরা একটি ভালো স্তর ছিলাম, ডার্বিতেও। তবে আমি একজন খেলোয়াড় ছিলাম এবং আমি জানি আপনি ৩-০ ব্যবধানে জিতলে কী হয়। এখন এটা একটি নতুন প্রতিযোগিতা, নতুন চ্যাম্পিয়ন্স লিগ এবং সবাই জয়ের গুরুত্ব জানে। আমরা সেরা আটে থাকতে চাই এবং সরাসরি শেষ ষোলোতে যেতে চাই।'
চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনার ইতিহাসও বেশ সমৃদ্ধ। তবে সেইসব নিয়েও ভাবছেন না এই জার্মান কোচ, 'আমি ক্লাবের অতীত নিয়ে চিন্তা করি না, আমি বর্তমান নিয়ে ভাবছি। এখানে আমরা এটাই ফোকাস করছি। আমি তুলনা করতে পছন্দ করি না। আমরা কীভাবে খেলব তার উপর আমরা ফোকাস করছি এবং ম্যাচ জয়ের দিকে।।'
এমনকি চোখ রাখছেন না টেবিলের কোথায় আছেন তারা। কেবল জয় তুলে সেরা আটে জায়গা করে নেওয়াই মূল লক্ষ্য তাদের। ফ্লিকের ভাষায়, 'এটা অনেক ওঠানামা করে। আমাদের জয়ের দিকে মনোযোগ দিতে হবে। আমরা কোথায় আছি আমি নিশ্চিত নই। আমরা কিভাবে শুরু করি সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কিভাবে শেষ করি সেটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য সেরা আটে থাকা।'
Comments