অক্টোবরে অর্থনীতির প্রসার ঘটেছে: এমসিসিআই

এমসিসিআই, পারচেজিং ম্যানেজারস ইনডেক্স, সংকোচন, অর্থনীতি,

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সর্বশেষ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশের অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খাতে সম্প্রসারণের ধারায় ফিরেছে।

এমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে বাংলাদেশের পিএমআই বেড়ে ৫৫ দশমিক ৭ হয়েছে, যা আগের মাসের চেয়ে ছয় পয়েন্ট বেশি। এটি দেশের অর্থনীতির জন্য টানা তিন মাস সংকোচনের পর সম্প্রসারণে ফেরার ইঙ্গিত।

পিএমআই সূচক সাধারণত ৫০ এর ওপরে থাকলে সম্প্রসারণ ধরা হয় এবং এর নিচে থাকলে সংকোচনের সংকেত দেয়। দেশের অর্থনীতির প্রধান খাত কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

কয়েক মাসের মন্দার পরে কৃষি খাতে নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতা সম্প্রসারিত হয়েছে, কিন্তু এই খাতে কর্মসংস্থানের হার কমছে।

এতে বলা হয়েছে, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত সম্প্রসারণের ধারায় ফিরলেও ঘন ঘন বিক্ষোভ, আইন-শৃঙ্খলার শ্লথ গতি এবং জনপ্রশাসনে মন্দার মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago