শিল্পী এবং বুদ্ধিজীবী এই বিষয়টার মধ্যে আদতে কোনো পার্থক্য নেই: কৃষ্ণকলি

কৃষ্ণকলির অ্যালবাম ছিল জনপ্রিয় ও ব্যবসাসফল। শিল্পী হিসেবে পেয়েছেন গ্রহণযোগ্যতা ও খ্যাতি। ২০০৭ সালে 'সূর্যে বাঁধি বাসা' অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। 'আলোর পিঠের আঁধার' ও 'বুনোফুল' নামে তার আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১০ সালে 'মনপুরা' সিনেমায় 'যাও পাখি বলো তারে' গানে চন্দনা মজুমদারের সঙ্গে কণ্ঠ দেন। শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে যৌথভাবে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Comments

The Daily Star  | English

ACC finds Tk 57.5cr suspicious transactions in Joy’s bank accounts

The anti-graft agency also uncovered information about Tk 60.14 crore in unexplained wealth

1h ago