নাব্যতা সংকটে আবারও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সারি। ছবি: স্টার

নাব্যতা সংকটে আরিচ-কাজিরহাট ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দুই প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী এবং যাত্রীরা।

আটকেপড়া ট্রাক চালক আব্দুর রহিম বলেন, 'রাজশাহী যেতে নারায়ণগঞ্জ থেকে আরিচা ঘাটে এসেছি গতকাল সন্ধ্যায়। আজ শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত এখানেই ফেরি পারের অপেক্ষায় আছি। ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছি।'

তিনি বলেন, 'ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতয়াত করা যায় বলে আমরা এই নৌপথটি ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় কষ্টে পড়ে গেছি।'

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, গত তিন মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। ছয়টি খনন যন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নাব্যতা ঠিক রাখা যাচ্ছে না। ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতেই গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের নাব্যতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এর আগে, নাব্যতা সংকটের কারণে ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

50m ago