এবার বাটলারের ব্যাটের ঝাঁজে কাবু ওয়েস্ট ইন্ডিজ

Jos Butler

আগের দিন ফিল সল্টের বিস্ফোরক সেঞ্চুরিতে উড়ে গিয়েছিলো ক্যারিবিয়ানরা। এবার সল্ট ব্যর্থ হলেও জ্বলে উঠলেন জস বাটলার, গুরুত্বপূর্ণ অবদান রাখলেন উইল জ্যাকস৷ ফলে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারালো ইংল্যান্ড।

বার্বাডোজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দলকে ৭ উইকেটে হারায় সফরকারী ইংল্যান্ড। আবারও আগে ব্যাটিং পেয়ে ১৫৮ রানের বেশি পুঁজি দাঁড় করাতে পারেনি ক্যারিবিয়ানরা। তাদের ওই সংগ্রহ ৩১ বল আগেই পেরিয়ে যায় ইংলিশরা৷ এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ লিড নিয়ে নিল জস বাটলারের দল

রান তাড়ায় আকিল হোসেনের করা ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান সল্ট। এই ধাক্কা গায়েই মাখেননি বাটলার-জ্যাকস। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে তুলেন ১২৯ রান। ১৩তম ওভারে জ্যাকস (২৯ বলে ৩৮) ও  বাটলারকে (৪৫ বলে ৮৩) পর পর আউট করে রোমারিও শেফার্ড জুটি ভাঙলেও ততক্ষণে ম্যাচ মুঠোয় ইংল্যান্ডের।

লিয়াম লিভিংস্টোন নেমে ১১ বলে ২৩ করে ম্যাচ শেষ করে দেন ঝটপট।

টস হেরে ব্যাট করতে গিয়ে এদিনও শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ৷ পাওয়ার প্লের ভেতর ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ইংলিশদের ভালো শুরু পাইয়ে দেন জোফরা আর্চার আর সাকিব মাহমুদ। ধুঁকতে থাকা নিকোলাস পুরানকে আউট করেন লিভিংস্টোন। দলের বিপদে একমাত্র হাল ধরেন অধিনায়ক রভম্যান পাওয়েল৷ তার ৪১ বলে ৪৩ রানের সঙ্গে শেফার্ড ১২ বলে ২২ করলে দেড়শো ছাড়ায় দলের পুঁজি। যদিও  লড়াই ওই রান দিয়ে করা সম্ভব ছিলো না।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago