চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র

মনোজ মিত্র। ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

তার পরিবারের বরাত দিয়ে এতে বলা হয়েছে, কলকাতার একটি হাসপাতালের চিকিৎসকরা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতার কথাই জানিয়েছেন চিকিৎসকরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে গত ৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর মনোজ মিত্রের জন্ম। ১৯৫০ সালে ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি কলকাতায় চলে যান। ১৯৫৭ সালে কলকাতার নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৭৯ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন কিংবদন্তি এই অভিনেতা। অভিনয়ের জন্য পেয়েছিলেন সংগীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষও ছিলেন তিনি।

১৯৫৯ সালে তিনি প্রথম নাটক লিখেন, যার নাম 'মৃত্যুর চোখে জল'। এ ছাড়াও, তার লেখা শতাধিক নাটকের মধ্যে 'চাকভাঙা মধু', 'দর্পণে শরৎশশী', 'নরক গুলজার', 'সাজানো বাগান', 'নৈশভোজ', 'চোখে আঙ্গুল দাদা', 'কাল বিহঙ্গ', 'অশ্বত্থামা', 'মেষ ও রাখাল', 'অলকানন্দর পুত্রকন্যা' উল্লেখযোগ্য।

দীর্ঘ অভিনয়জীবনে ৫৭টি সিনেমায় অভিনয় করেছেন শক্তিমান এই অভিনেতা, যার মধ্যে 'হঠাৎ বৃষ্টি', '৬১ নম্বর গড়পার লেন', 'উমা', 'প্রেম বাইচান্স', 'অমর সাথি', 'ভালোবাসি শুধু তোমাকে', 'আগুন', 'চক্র', 'দত্তক', 'হিংসা', 'আবির্ভাব' ও 'তুফান' উল্লেখযোগ্য। সত্যজিৎ রায়ের সিনেমাতেও তিনি কাজ করেছেন।

তপন সিংহের 'বাঞ্ছারামের বাগান' সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অমর অভিনেতা হিসেবে স্বীকৃতি পান তিনি। তারই লেখা 'সাজানো বাগান' নাটব থেকে ওই সিনেমা নির্মাণ করা হয়।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago