গাজীপুরে কাজে ফেরেননি ৪ কারখানার শ্রমিক, বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ, কারখানা চালু ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুরের চারটি কারখানায় শ্রমিকরা।

আজ বুধবার সকালে এসব দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লিথি গ্রুপ, তারাটেক্স ও এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন।

এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথায় শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সকাল ১১টার দিকে কাশিমপুরের সারাবো এলাকায় চক্রবর্তী মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তারা এখনো কারখানার আশেপাশে অবস্থান করছেন।
 
শ্রমিকরা জানান, গত মাসের বেতন না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা আগেও কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন পরিশোধের দাবি জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, গাজীপুর শিল্প পুলিশের (সদর) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বলেন, গাজীপুর সদরের বাঘের বাজার এলাকার লিথি গ্রুপ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে সড়ক ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোঝানোর পরে তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান।

এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, 'সমস্যা সমাধানে আলোচনা চলছে।'

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago