হত্যা মামলায় সাবেক এমপি আলী আজম মুকুল আটক

র‌্যাবের হাতে আটক সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-২।
 

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago