মহাখালীতে রেললাইনে রিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

মহাখালীতে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ছবি: প্রবীর দাশ

রাজধানীর মহাখালীতে রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

আজ সকাল থেকে মহাখালী ছাড়াও আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির সকাল ১১টা ২০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

13h ago