গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ২ কারখানা শ্রমিকের বিক্ষোভ

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
জিরানি বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) শ্রমিকদের মানববন্ধন। ছবি: স্টার

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (চন্দ্রা-নবীনগর) অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখার সময় মহাসড়ক অবরোধ চলছিল।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, বকেয়া বেতনের দাবিতে আট দিনের মতো রাস্তায় নেমেছেন বেক্সিমকো শ্রমিকরা। গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

অপরদিকে, কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দ্যাটস ইট নীটস লিমিটেডের শ্রমিকরা।

এ বিষয়ে কাশিমপুর থানার এসআই মোজাম্মল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। বেক্সিমকো শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আজ সকাল ৮টা থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে।'

তিনি বলেন, 'মহাসড়ক অবরোধের কারণে চন্দ্রা-নবীনগর সড়কে তীব্র যানজট রয়েছে। যানবাহন থেমে চলছে।'

বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক মুঠোফোনে ডেইলি স্টারকে জানান, বেতন পরিশোধ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি বলেন, 'যতদিন টাকা না পাবো ততদিন বাসায় ফিরব না। আজকে নিয়ে আট দিন ধরে আন্দোলন করছি।'

মালিকপক্ষ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে এই শ্রমিক বলেন, 'আমাদের বারবার আশ্বাস দিলেও বেতন দেওয়া হচ্ছে না।'

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে জানতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া দেননি।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন দ্যাটস ইট নীটস লিমিটেডের শ্রমিকরা।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সূত্রে জানা যায়, দ্যাটস ইট নীটস লিমিটেডের ম্যানেজমেন্টসহ বিভিন্ন স্টাফের পদত্যাগ, ফ্যাক্টরির সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ, আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং সব সেকশনে অন্তত ৭০ শতাংশ পুরুষ নিয়োগসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে জিরানি বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন।

শ্রমিকরা জানান, তাদের কারখানায় তিন হাজার ২০০ শ্রমিক রয়েছেন। কয়েকদিন আগের এক দুর্ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে সাভারের এনাম মেডিকেলে ভর্তি। তাদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে আজকের এই বিক্ষোভ।

এ বিষয়ে জানতে দ্যাটস ইট নীটস লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনিও ফোন ধরেননি।

অপরদিকে, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার ডেইলি স্টারকে জানান, গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার মাহমুদ ডেনিমস লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা মালিকের গুলশানের বাড়ির সামনে আজ সকাল থেকে অবস্থান করে বিক্ষোভ করছে।

তিনি বলেন, 'যারা বিক্ষোভ করছেন তাদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা থেকে বের করে দিয়েছে।'

এ বিষয়ে মাহমুদ ডেনিমস লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
China urges US for fair trade talks

China warns countries against striking trade deals with US at its expense

Beijing "will take countermeasures in a resolute and reciprocal manner" if any country sought such deals, a ministry spokesperson said

53m ago