কিছু লোককে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বিলাসবহুল রেলস্টেশন নির্মাণ হয়েছে: রেলপথ উপদেষ্টা

মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ১৫ বছরের শাসনামলে রেলখাতের উন্নয়নের নামে জনগণের অর্থ অপচয় করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কশপ (কেলোকা) পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথ হয়ে ১১টার দিকে তিনি কেলোকায় পৌঁছান।

ফাওজুল কবির খান বলেন, 'বিগত সরকার কোনো যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রেল নেটওয়ার্ক বিস্তৃত করেছে। কিন্তু যাত্রীসেবার মান উন্নয়নে কোনো নজর দেয়নি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রয়োজন না থাকলেও শুধু মন্ত্রী-এমপি ও এলাকার কিছু লোককে খুশি করতে বিলাসবহুল রেলস্টেশন নির্মাণ করা হয়েছে, যা এখন কোনো কাজে আসছে না।'

তিনি কর্ণফুলী টানেলের উদাহরণ তুলে ধরে বলেন, '১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলে যান চলাচল কার্যত নেই, যেখানে পরিকল্পনায় দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে।'

রেলখাতে নতুন পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, যাত্রীসেবা উন্নত করতে এবং জনবল সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ নেওয়া হবে।

'রেলের সার্বিক উন্নয়নে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে', যোগ করেন তিনি।

কেলোকা পরিদর্শন শেষে উপদেষ্টা কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সময় রেল মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি সৈয়দপুরের আরেকটি রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

13h ago