আবারও নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ‍হুমকি পুতিনের

সম্প্রতি ভিয়েতনাম সফর করেন পুতিন। ছবি: রয়টার্স
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাদের কাছে আরও নতুন  ক্ষেপণাস্ত্রের মজুত আছে।

অনির্ধারিত এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যাবে না। সেইসঙ্গে 'যুদ্ধকালীন পরিস্থিতিতে' এই ক্ষেপনাস্ত্রের আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি। খবর বিবিসির।

রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

একইঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট  জেলেনস্কি বিশ্ব নেতাদের সরব হওয়ার আহ্বান জানিয়েছেন যাতে পুতিন 'তার কর্মকাণ্ডের প্রকৃত পরিণতি অনুভব করতে পারেন'। এর পাশাপাশি জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনের তথ্য অনুসারে, কিয়েভ মার্কিন টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) পেতে কিংবা বা এর প্যাট্রিয়ট অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে চাইছে।

শুক্রবারের ভাষণে পুতিন বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়ে যায় এবং তিনি এগুলো উৎপাদনের নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, ইউক্রেনের স্টর্ম শ্যাডো ও অ্যাটাকএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

দিনিপ্রোতে বৃহস্পতিবারের হামলাকে অস্বাভাবিক বলে অভিহিত করেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, এই হামলার ফলে যে বিস্ফোরণের সূত্রপাত হয় তা পরবর্তী তিন ঘণ্টা ধরে চলেছিল।

ইউক্রেনের কর্মকর্তাদের পর্যবেক্ষণ হলো, ওরেশনিক ক্ষেপনাস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) অনুরূপ।

রিস্ক অ্যাডভাইজরি কোম্পানি সিবিলিনের সিইও ও প্রতিষ্ঠাতা জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি পুতিনের অস্ত্রাগারের অন্য অস্ত্রের চেয়ে দ্রুত এবং আরও উন্নত। এটি  ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago