বোর্ডার-গাভাস্কার ট্রফি

জয়সওয়াল-রাহুলের দাপটে চালকের আসনে ভারত

Yashasvi Jaiswal
ছবি: এএফপি

অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে দেওয়ার পর দুর্দান্ত ব্যাট করেছেন যশভি জয়সওয়াল ও লোকেশ রাহুল। ভারতীয় দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে।

পার্থে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে ভারত। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হাতে রেখে ২১৮ রানে এগিয়ে গেছে তারা৷ প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে জাসপ্রিট বুমরাহর ঝাঁজে অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে গেলে বিনা উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে। জয়সওয়াল ১৯৩ বলে ৯০ ও রাহুল ১৫৩ বলে ৬২ রান নিয়ে ক্রিজে আছেন।

আগের দিনের ৭ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশনের প্রায় পুরোটাই ব্যাট করে অস্ট্রেলিয়া। তবে খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। দিনের শুরুতেই আলেক্স কেয়ারিকে আউট করে পঞ্চম উইকেট নেন বুমরাহ। অভিষিক্ত পেসার হারশিত রানা দ্রুত ফেরান ন্যাথান লায়নকে। এরপর জশ হ্যাজেলউডকে নিয়ে প্রায় দেড় ঘন্টা পার করে দেন মিচেল স্টার্ক। লাঞ্চের খানিক আগে স্টার্ককে আউট করে ইনিংস মুড়ে দেন হারশিত।

এরপর দিনের বাকিটা সময় অস্ট্রেলিয়ানদের হতাশায় পুড়ান জসয়ওয়াল-রাহুল। সময় নিয়ে ক্রিজে থিতু হন তারা। এই দিনের ব্যাট করার জন্য উইকেট বেশ ভালোই আচরণ করে। উইকেটে থিতু ব্যাটারদের জন্য খেলা হয়ে যায় সহজ। ৫৭  ওভার বল করে ৭ বোলার ব্যবহার করেও সাফল্য পায়নি প্যাট কামিন্সের দল।

আরও তিনদিন বাকি থাকায় বিশাল একটা লিড চাপিয়ে অস্ট্রেলিয়াকে অসম্ভব এক রান তাড়ার চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ এখন ভারতের সামনে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago