৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

nigeria vs ivory coast cricket

২০ ওভারের ক্রিকেটে ৭ রানে অলআউট, তাও আবার শখের কোন ক্রিকেট নয়। রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে এই ঘটনা। নাইজেরিয়ার বিপক্ষে এমন বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

আইসিসি সহযোগী সবগুলো দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর টি-টোয়েন্টির পরিসংখ্যান বই অদ্ভুত সব রেকর্ডে এখন ভরপুর। রোববার তেমন এক রেকর্ডে নাম উঠিয়েছে আইসিসির নতুন সদস্য আইভরি কোস্ট।

আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে ৭.৩ ওভার ব্যাট করে স্রেফ ৭ রানে থেমেছে তারা। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এতে ভেঙে গেছে এক বছর আগের স্পেনের বিপক্ষে আইল অব মানের ১০ রানের গুটিয়ে যাওয়ার রেকর্ড।

মজার কথা হলো তারা নাইজেরিয়া ২৭১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এই অবস্থায় পড়েছিলো। ২০২২ সালে ক্রিকেটে আসার পর আইভরি কোস্টের অল্প রানে গুটিয়ে যাওয়ার নজির নিয়মিত। এর আগে তারা সিয়েরা লিয়নের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায়।

প্রতিপক্ষকে ৭ রানে গুটিয়েও সবচেয়ে বড় জয় পায়নি নাইজেরিয়া। টি-টোয়েন্টির সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের। গত মাসে রেকর্ডের মালা গড়ে গাম্বিয়াকে ২৯০ রানে বিধ্বস্ত করে সিকান্দার রাজার দল। এরপরের রেকর্ড নেপালের। তারা মঙ্গোলিয়াকে হারিয়েছিল ২৭৩ রানে।

এদিন আগে ব্যাট করে সেলিম সালাউর ৫৩ বলে ১১২ম ইসাক ওকপির ২৩ বলে ৬৫ রানে বিশাল পুঁজি পায় নাইজেরিয়া। জবাবে ৪ রানে প্রথম উইকেট হারানোর পর আর ৩ রান যোগ করে বাকি ৯ উইকেট হারায় আইভরি কোস্ট। 

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

1h ago