ম্যাচ হেরে দুয়োধ্বনি শুনে জবাব দিলেন গার্দিওলা

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তাকে বরখাস্ত করা হবে বলে খেপানো হয় গ্যালারি থেকে। এসব দর্শকদের এই কোচ ছয় আঙুল দেখিয়ে মনে করিয়ে দিয়েছেন গত সাত মৌসুমে ছয়টা লিগ শিরোপা জিতেছেন তিনি।

রোববার লিভারপুলের মাঠে গিয়ে ২-০ গোলে হারে সিটি। সাত ম্যাচে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এটা ৬ষ্ঠ হার৷ এতে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ১১ পয়েন্টের। এই ম্যাচ হারের পর গ্যালারি থেকে স্বাগতিক দর্শকরা সমস্বরে চিৎকার করতে থাকেন, 'আপনি বরখাস্ত হতে যাচ্ছেন'। এটা স্বাভাবিকভাবেই ভালো লাগেনি তার। 

সম্প্রতি ৫৩ বছর বয়েসী গার্দিওলা ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন৷ তবে ফল ভালো না হলে তিনি চালিয়ে যাবেন না এও বলেছেন।

কাতালান এই কোচের অধীনে সাত মৌসুমে ৬ শিরোপা জেতার পথে ২০১৮/১৯ ও ২০২১/২২ মৌসুমে মাত্র এক পয়েন্টে লিভারপুলকে পেছনে ফেলে সিটি। লিভারপুলের দর্শকদের যেন সেটা মনে করিয়ে দিতে চান তিনি। সেজন্য দুই হাতের ৬ আঙুল তুলে ধরেন সিটি কোচ 

তবে এবার সব মাঠে একই দুয়োধ্বনি পাচ্ছেন বলে জানান সিটি কোচ, 'সব স্টেডিয়াম আমাকে বরখাস্ত দেখতে চায়। এটা ব্রাইটন থেকে শুরু হয়েছে।' (গত নভেম্বরে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারে সিটি)।

'হয়ত ফলের দিক থেকে তারা ঠিকাছে।'

লিভারপুলের মাঠে অবশ্য আগে থেকেও রেকর্ড খারাপ গার্দিওলার। গত ১০ বারের সফরে ৬বারই হেরেছে সিটি, ড্র করেছে ৩ ম্যাচ। জিতেছে কেবল ২০২১ সালে৷ করোনা মহামারীর কারণে যখন কিনা খেলা হয়েছিল ফাঁকা গ্যালারি রেখে।

তবে অ্যানফিল্ডে এমন দুয়োধ্বনি আশা করেননি গার্দিওলা, 'অ্যানফিল্ডে আমি এটা আশা করিনি।  লিভারপুলের মানুষের কাছ থেকে এটা আশা করিনি যাইহোক ঠিকাছে।'

'এটা খেলার অংশ৷ আমি সবটাই বুঝি৷ আমাদের দুই দলের মধ্যে অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতা আছে। তাদের জন্য আমার অগাধ শ্রদ্ধা।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago