অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’ আসলে কী? কেন হয়?

ছবি সৌজন্য: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

দীর্ঘসময় ফোন স্ক্রল করতে করতে ক্লান্ত, দিগ্বিদিক শূন্য হয়ে যাচ্ছে? ভুলে যাচ্ছেন কেন ফোনটা হাতে নিয়েছিলেন বা কী করার কথা ছিল আপনার? তাহলে আপনি 'ব্রেন রট' সমস্যার ভুগছেন। এবছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে 'ব্রেন রট'।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, 'শব্দটির জনপ্রিয়তাই বলে দেয় আমরা কেমন সময়ে বসবাস করছি।'

ব্রেন রট শব্দের অর্থ

'ব্রেন' মানে মস্তিষ্ক, 'রট' মানে পচন। যখন আপনি একটানা তুচ্ছ বা বুদ্ধিহীন কোনো কাজ করে যান, যেখানে আপনার মস্তিষ্কের ব্যবহার নেই বললেই চলে, তখন আপনার মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। সেই অবস্থাকেই বলে ব্রেন রট।

শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ১৮৫৪ সালে প্রকাশিত তার বই 'ওয়াল্ডেন'-এ প্রথম এই শব্দের দেখা মেলে। তবে সেখানে ঠিক এখনকার প্রচলিত অর্থে ব্রেন রট শব্দটি ব্যবহার করেননি থরো।

জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বলে সমালোচনা করছিলেন তিনি।

বইয়ের এক জায়গায় থরো লেখেন, 'ইংল্যান্ড আলুর পচন নিরাময়ের চেষ্টা করছে। কিন্তু এরচেয়েও ব্যাপক ও মারাত্মকভাবে ছড়িয়ে পড়া মস্তিষ্কের পচন (ব্রেন রট) নিরাময়ের চেষ্টা কি করা হবে না?'

বিবিসি জানায়, ইন্টারনেট যুগে জেন জি ও জেন আলফাদের মাঝে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তবে এখন মূলধারায় ব্যবহৃত হচ্ছে শব্দটি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্টকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।

অধ্যাপক প্রিজিবিলস্কি বলেন, 'ব্রেন রট আদৌ কোনো বাস্তব সমস্যা কি না, তা আমরা জানি না। অনলাইন জগতের প্রতি আমাদের অসন্তোষের বর্ণনা দেয় এই শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে আমাদের দুশ্চিন্তার জানানও দেয় শব্দটি।'

অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, 'গত দুই দশকে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দগুলোর দিকে তাকালে বোঝা যায়, ভার্চুয়াল জগতের বিকাশ ও ইন্টারনেট সংস্কৃতি আমাদের জীবনের সঙ্গে কতটা মিশে গেছে।'

গতবছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল 'রিজ'। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

8h ago