ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা চলছে

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়েছে। ছবি: রাশেদ সুমন

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ সকাল সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। তারা ভারতকে বয়কট করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পদযাত্রায় অংশ নিতে দলের প্রধান কার্যালয়ের কাছে তারা অবস্থান নেন। পরে ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়।

 

Comments

The Daily Star  | English
Govt of Bangladesh logo

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

17m ago