বাধ্যতামূলক অবসরে সাবেক শিক্ষাসচিব সোলেমান খান

সোলেমান খান। ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষাসচিব সোলেমান খানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। শেখ হাসিনা সরকারের শেষ সময়ে শিক্ষাসচিব ছিলেন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়।

আজ মঙ্গলবার তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই 'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ৪৫ ধারার ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সোলেমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English
Road crash compensation Bangladesh

Only 5% road crash victims get compensation

Govt creates Tk 225cr fund but complex process leaves majority of victims with no compensation

10h ago