চিন্ময় কৃষ্ণের আগাম জামিন শুনানি চেয়ে আবেদন, আড়াইটায় শুনানি হতে পারে

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চত্বরে আইনজীবী রবীন্দ্র ঘোষ। ছবি: স্টার

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য পুনরায় আবেদন করেছেন রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে তিনি তিনটি বিষয়ে পুনরায় আবেদন করেন।

জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে মিছ্ (বিবিধ) মামলার নথি উপস্থাপন, জামিনের শুনানির তারিখ অগ্রগামীকরণ এবং আইনজীবী হিসেবে শুনানির অনুমতি চেয়েছেন তিনি।

এ বিষয়ে আইনজীবী রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, 'গতকাল আমি এসেছিলাম, আমার আবেদনের শুনানি হয়নি। আজকে আদালত আমাকে অ্যাক্সেপ্ট করেছেন যে শুনবেন। আমি এসেছি চিন্ময়ের আইনজীবীদের অ্যাসিস্ট করতে। তার আইনজীবীকে মামলায় আসামি করা হয়েছে। তারা নিরাপত্তার কারণে আসতে ভয় পাচ্ছে। আশা করি ভালো কিছু হবে। গতকাল থেকে আজকের পরিবেশ অনেক ভালো।'

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল ওকালতনামা না থাকার কথা বলে আইনজীবীদের কারণে আদালত আমাদের কথা শোনেননি। আমি কারাগারে থাকা চিন্ময়ের কাছ থেকে ওকালতনামা নিয়ে এসে জমা দিয়েছি। জামিনের তারিখ অগ্রগামীর বিষয়টি তিনি গ্রহণ করেছেন এবং বলেছেন যে তিনি শুনবেন এবং স্থানীয় একজন আইনজীবীকে সঙ্গে নিতে বলেছেন।'

'আমার সঙ্গে স্থানীয় আইনজীবী সুমিত আচার্য্য আছেন', যোগ করেন তিনি।

দুপুর আড়াইটার দিকে আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে আইনজীবী রবীন্দ্র ঘোষকে পুলিশের একাধিক টিমকে নিরাপত্তা দিতে দেখা গেছে।

এর আগে, গতকাল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম। সেসময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, চিন্ময়ের পক্ষে আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন ফিরোজ খান নামে বিএনপির এক নেতা। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালত সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী বছরের ২ জানুয়ারি ধার্য রয়েছে। তবে গতকাল এ মামলার অন্য দুই আসামির জামিন শুনানির কথা ছিল। তবে আইনজীবী না আসায় সেই শুনানি হয়নি। এ অবস্থায় চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

2h ago