জাপানপ্রবাসী বাংলাদেশি নুর খান রনি মারা গেছেন

নুর খান রনি। ছবি: সংগৃহীত

জাপানপ্রবাসী বাংলাদেশি নুর খান রনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের দেউলভোগ গ্রামের ব্যবসায়ী রফিক খানের ছেলে রনি ২০০৪ সালে জাপান যান।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর বাংলাদেশে আসেন রনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে ৭ ডিসেম্বর তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ১৩ ডিসেম্বর রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে জাপানপ্রবাসীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

রনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জাপান বিএনপির রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন রনি।

[email protected]

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

37m ago