ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত দিনে বিপদে ভারত

Pat Cummins

অ্যাডিলেডের পর ব্রিসবেন টেস্টেও চরম বিপদে পড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের পর টপ অর্ডার ধসে বিপদে পড়েছে রোহিত শর্মার দল। বৃষ্টি ও আলোকস্বল্পতায় যদিও এদিনও বেশিরভাগ সময় নষ্ট হয়েছে।

সোমবার গ্যাবায় তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। এরপর ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ৫১ রান তুলেছে ভারতীয়রা। লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক রোহিত।

আগের দিনের ৭ উইকেটে ৪০৫ রানের সঙ্গে আরও ৪০ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের দিন ৫ উইকেট নেওয়া জাসপ্রিট বুমরাহ এদিন যোগ করেন আরেকটি।

এরপর ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে সফরকারী দল। দ্বিতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে তুলে নেন মিচেল স্টার্ক। তৃতীয় ওভারে শুভমান গিলকেও ফেরান তিনি। ৬ রানে ২ উইকেট হারানো ভারতকে টেনে তুলতে পারেননি বিরাট কোহলি। অভিজ্ঞ এই ব্যাটার আরেকবার ব্যর্থ। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রান করে। অনেক বিপদের দিনে প্রতি আক্রমণে যিনি রাখতে পারতেন ভূমিকা সেই রিশভ পান্তও ব্যর্থ।

ভারতের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে রান পেয়েছেন কেবল একজন। সেই রাহুল খেলছেন ৩৩ রান নিয়ে, রোহিত এখনো রানের খাতা খুলেননি। ফলোঅন এড়াতেই এখনো দুইশো কাছাকাছি রান করতে হবে তাদের।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

4h ago