জাতীয় দলে 'ফিরতে' তামিমের সঙ্গে আলোচনা করবে বিসিবি

জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে প্রায় সাত মাস পর মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। ফিরেছেনও সেই চেনা ছন্দে। চার ম্যাচে খেলেছেন দুটি বিধ্বংসী ইনিংস। এবার মিশনটা জাতীয় দলে ফেরার। সে প্রসঙ্গে তার সঙ্গে খুব শিগগিরই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

প্রায় ১৫ মাস হতে চললো জাতীয় দলের সঙ্গে নেই তামিম। ভারত বিশ্বকাপের আগে হুট করে নিজেকে সরিয়ে নেন এই ক্রিকেটার। এরপর জাতীয় দলে ফেরার ব্যাপারে তারমধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। যদিও বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু আলোর মুখ দেখা যায়নি।

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করে আবারও আলোচনায় তামিম। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে তাকে বিবেচনা করা হবে কি-না জানতে চাইলে প্রধান নির্বাচক লিপু বলেন, 'তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।'

গত বছরের জুলাইতেও বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক ছিলেন তামিম। অভিমান করে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে অবসর নিয়ে ফেলেন। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে আসেন। এরপর নিউজিল্যান্ড সিরিজে দুটি ম্যাচে খেললেও তৃতীয় ম্যাচে খেলা হয়নি। এরপর লাল-সবুজের ডেরায় আর দেখা যায়নি তাকে।

'আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। আমার বিশ্বাস, এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে,' বলেন প্রধান নির্বাচক। 

তবে জাতীয় দলে ফিরতে তামিমকে ফিটনেসে উন্নতি করার তাগিদ দিলেন লিপু, 'তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে... একটা ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।'  

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago