বড় পর্দায় কবে আসছেন—প্রশ্ন থেকে মুক্ত হলেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছিল মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। 

উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা। দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হওয়ার আগ মুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন।

আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে 'প্রিয় মালতী'। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। 

এ উপলক্ষে গতকাল ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

মেহজাবীন বলেন, 'ছোট একটা গল্প শুনিয়েছিলেন নির্মাতা। সেটাই এত ভালো লেগেছিল যে কাজের জন্য মানা করতে পারিনি।'

বিশেষ এ ক্ষণে সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন। 

'বড় পর্দায় কবে আসছেন মেহজাবীন'—এই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন তিনি। 

আয়োজনের চমক হিসেবে মেহজাবীন নিজেই উপস্থাপনা করেন। এ সময় মঞ্চে ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী। 

'প্রিয় মালতী' যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। 

সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী–স্ত্রীর খুনসুটি—সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কাটে সেই ছন্দ।

সিনেমার অন্যতম প্রযোজক আদনান আল রাজীব বলেন, 'প্রিয় মালতী'র গল্পটা এতটাই আলাদা যে, মনে হয়েছে এই সিনেমাটি হওয়া দরকার, সেই তাগিদ থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। আর শঙ্খ এবং তার ভালো সিনেমা বানানোর প্রতি যে চেষ্টা, তা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেকদিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের সিনেমাটি ভালো লাগবে বলে মনে করি।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া 'প্রিয় মালতী' পেয়েছে ব্যাপক প্রশংসা। 

সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago