বিডিআর হত্যাকাণ্ড তদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী, বিডিআর হত্যাকাণ্ড,
মঙ্গলবার সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি শুরু থেকেই সোচ্চার ছিলাম।'

'বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে আমি গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বারের মতো এ ঘোষণা দিয়েছিলাম, যা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রচার হয়েছে,' বলেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি।'

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

'আমি এখনই সবার অবগতির জন্য ঘোষণা করছি যে, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশ কর্মকর্তারা। আমরা এখনো সদস্য সংখ্যা নির্ধারণ করিনি। পাঁচটাও হতে পারে, সাতটাও হতে পারে, নয়টাও হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি হবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নাম পাওয়ার পর কমিটিকে জানিয়ে দেওয়া হবে কত দিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন দেওয়া হবে। কমিটির কাজের পরিধি কী হবে, তা আমরা ঠিক করব।

কমিটি হবে নাকি কমিশন হবে এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা যখন বসবো, তখন কমিশন গঠন করা যাবে। কমিটি আর কমিশন গঠনের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'তদন্ত কমিটি গঠন নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই। আমরা আইন উপদেষ্টার সঙ্গে বসে তাদের মতামতও নেব। প্রয়োজন হলে আমরা আবার নেব।'

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

13h ago