ভারতে বাংলাদেশি কার্ডের ব্যবহার কমেছে ৪০ শতাংশ, বেড়েছে থাইল্যান্ড-সিঙ্গাপুরে

অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাম্প্রতিক মাসগুলোয় ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে এ কথা জানা যায়।

সংশ্লিষ্টদের মতে, ভারত সীমিত সংখ্যায় ভিসা দেওয়ায় প্রতিবেশী দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের সংখ্যা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত অক্টোবরে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমেছে। প্রায় ৯০ কোটি ২০ লাখ টাকা থেকে কমে হয়েছে ৫৩ কোটি ৮০ লাখ টাকা।

২০২৩ সালের অক্টোবরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচের মধ্যে ভারতে ছিল সাড়ে ১৬ শতাংশ। চলতি বছরের একই মাসে তা ১০ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।

তবে এই সময়ে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে।

বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ হতো ভারতে। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। গত জুলাইয়ে ভারতকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর গত অক্টোবরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা শিগগিরই চালু হচ্ছে না।

তিনি আরও জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন শুধু জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে।

ওই মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান যে, বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম সীমিত। শুধুমাত্র চিকিৎসা ও জরুরি প্রয়োজনের জন্য ভিসা দেওয়া হচ্ছে।

ফলে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। ভারতের পরিবর্তে বাংলাদেশিরা এখন চিকিৎসা ও ভ্রমণের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে থাইল্যান্ড অবস্থান দ্বিতীয়।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪২ কোটি টাকা খরচ করলেও অক্টোবরে তা ৫৭ কোটি টাকা হয়েছে। থাইল্যান্ড দ্বিতীয় অবস্থানে এবং ভারত তৃতীয় অবস্থানে।

থাইল্যান্ডের পর সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ অনেক বেড়েছে। গত অক্টোবরে সিঙ্গাপুরে বাংলাদেশিদের খরচ হয়েছে ৪৩ কোটি টাকা। গত সেপ্টেম্বরে তা ছিল ৩০ কোটি টাকা।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ডেইলি স্টারকে বলেন, 'ভিসা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমেছে।'

তিনি আরও বলেন, 'রোগীদের অবশ্যই চিকিৎসকের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হচ্ছে বলে খুব কম মানুষ এখন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।'

তার মতে, যারা আগে কলকাতায় যেতেন এখন তারা কক্সবাজার যাচ্ছেন। আগে যারা মুম্বাই বা ভারতের অন্যান্য শহরে বেড়াতে যেতেন এখন তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর ও নেপালে যাচ্ছেন।

দেশের ভেতরে ও বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ৪৪ তফসিলি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কার্ড ব্যবহারের তথ্য দেওয়া থাকে।

প্রতিবেদনটিতে দেখা যায়, গত অক্টোবরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার সাত দশমিক ৪১ শতাংশ বেড়ে হয়েছিল ২৮ কোটি ৬৬ লাখ টাকা। গত সেপ্টেম্বরে তা ছিল ২৬ কোটি ৬৮ লাখ টাকা।

একইভাবে গত অক্টোবরে দেশের বাইরে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি টাকা। গত সেপ্টেম্বরের ৪২০ কোটি টাকার তুলনায় ১৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা কিন্তু দেশের ভেতরে কার্ড ব্যবহার করে লেনদেন সেপ্টেম্বরের ১১১ কোটি টাকা থেকে অক্টোবরে ১২৯ কোটি টাকা হয়েছে। এটি ১৫ দশমিক ৮৯ শতাংশ বেশি।

 

 

Comments

The Daily Star  | English

Ishraque must be sworn in or larger movement may erupt: Salahuddin

"We have always cooperated with this government. But that doesn't mean we've handed you a blank cheque"

11m ago