কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

ব্যাংকে ডাকাত ঢোকার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ। ব্যাংকের ভেতরে থাকা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, 'ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।'

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

Comments

The Daily Star  | English
BSF pushes back Bangladeshis in Sylhet border

87 people pushed in from India through four border districts

The districts are Lalmonirhat, Panchagarh, Feni, and Moulvibazar

18m ago