যথাসময়ে ইজতেমা, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে এবং যথাসময়ে ইজতেমা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জে এক মতবিনিময় সভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। 

তিনি বলেন, 'ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না।'

উপদেষ্টা বলেন, 'সাদ ও যুবায়ের দুই পক্ষই গতকাল আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, 'যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত আছে। মোট ১৮৫ জন পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি, সংখ্যাটি নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকর অবস্থায় আছে।'

'এছাড়া সশস্ত্র বাহিনী আছে, র‍্যাব, বিজিবি আছে। নির্বাচনসহ যেকোন অবস্থা মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

11h ago