রিউমর স্ক্যানারের প্রতিবেদন

এবিপি আনন্দের নামে বাংলাদেশে ধর্ষণের খবরের ভুয়া স্ক্রিনশট

ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ-এর ফেসবুক পোস্ট দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা স্ক্রিনশট সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ মঙ্গলবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, 'বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু' শীর্ষক তথ্য বা শিরোনামে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ কোনো ফেসবুক পোস্ট করেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্পূর্ণ ভুয়া এই তথ্যের প্রচারে এবিপি আনন্দের নামে ভুয়া স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। এবিপি আনন্দ-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপশি দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি৷

তবে এবিপির ওয়েবসাইটে গত ১৯ ডিসেম্বর "বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, এবিপি আনন্দর নামে 'ভুয়ো পোস্ট' করে উদ্দেশ্য প্রণোদিত এবং বিকৃত প্রচার সোশাল মিডিয়ায়" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, 'বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু।' শীর্ষক তথ্য বা শিরোনামে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ কোনো ফেসবুক পোস্ট করেনি। ওই স্ক্রিনশটটি ভুয়া, বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

1h ago