কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ

কাকরাইল মসজিদ। ছবি: সংগৃহীত

কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের সাদ গ্রুপের অনুসারীদের রাত যাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সাদপন্থীদের রাত যাপনসহ তাবলিগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

আরেক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আগামী শুক্রবার কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9m ago