জাহাজে ৭ খুন: ৪ দাবিতে বন্ধ হলো পণ্যবাহী নৌযান চলাচল

রোববার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ আল বাখেরার কর্মীদের কুপিয়ে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে এম. ভি. আল-বাখেরা জাহাজের মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে সংগঠনটির অফিস সচিব আতিকুল ইসলাম টিটু দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।'

এর আগে বৃহস্পতিবার ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মেঘনা নদীতে এম ভি আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন; হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার; মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি।

এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ থাকবে, শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

টিটু বলেন, 'এই হত্যাকাণ্ডের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। অথচ আমাদের আহত শ্রমিক, যিনি কথা বলতে পারছেন না, তিনি লিখেছেন তাকে সাত থেকে আটজন হামলা করে।'

'গ্রেপ্তার ব্যক্তি আরও বলেছেন, প্রায় এক ঘণ্টা তিনি একা জাহাজ চালিয়েছেন। জাহাজ সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানেন, বাস চালানো সম্ভব হলেও একা একটি জাহাজ চালানো যায় না। এই গ্রেপ্তার ও জবানবন্দি কি প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা?' প্রশ্ন রাখেন তিনি।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

More than 100 students were injured, with about 20 in critical condition sent to Chattogram Medical College Hospital

7m ago