তামিমের ডাকে সাড়া দিয়ে বিপিএলে শাহিন

Tamim Iqbal & Shaheen Afridi

মিডিয়া সেন্টারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসেই ভাঙা বাংলায় বললেন, 'ভালোবাসি'। শাহিন শাহ আফ্রিদি ফুরফুরে এই আমেজ রাখার চেষ্টা করলেন পরেও। পাকিস্তানের ক্রিকেটের চলমান বিতর্ক নিয়ে প্রশ্ন এড়িয়ে জানালেন তামিম ইকবালের ডাকে সাড়ে দিয়েই খেলতে এসেছেন বিপিএল। আপাতত তাই তার মনোযোগ সব ফরচুন বরিশালের হয়ে খেলার দিকে।

কয়েকদিন আগে শাহিনকে বিপিএল খেলার প্রস্তাব দিয়ে ফোন দেন  তামিম ইকবাল। অন্য কোন ব্যস্ততা না থাকায় সেটা কোন দ্বিধা না করেই লুফে নেন শাহিন। পাকিস্তান জাতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে। সেই দলে নেই শাহিন। তার না থাকার কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্রামের কথা বলা হলেও পাকিস্তানের গণমাধ্যমের খবর শৃঙ্খলাভঙের দায়ে বাদ পড়েছেন শাহিন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে স্বাভাবিকভাবেই তাতে মন্তব্য করেননি তিনি। তবে বিশ্রাম নয়, খেলার মধ্যেই যে আছেন, ফিট আছেন সেটাও জানান।

শনিবার সকাল ১১টা থেকে মিরপুর একাডেমি মাঠে বরিশালের অনুশীলনে দেখা যায় শাহিনকে। ইবাদত হোসেনের সঙ্গে পাশাপাশি নেটে বল করেছেন পুরো ছন্দ নিয়ে।

পরে গণমাধ্যমে কথা বলতে এসে জানান তার বিপিএল খেলার কারণ, 'বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে।'

বিপিএলে খেলতে আসার পেছনে একটা ফ্যাক্টর বাছতে বললেও তামিমের ডাকের কথা বললেন শাহিন, 'আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।'

'তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই আমি খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।'

সোমবার শুরু হতে যাওয়া বিপিএলে তারকাখ্যাতি হিসেব করলে উপস্থিত থাকা বিদেশিদের ভেতরই শাহিনই সবচেয়ে বড় নাম। তবে বিনীত শাহিন নিজের দিকে পুরো মনোযোগ নিতে চান না, 'সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

1h ago