অস্ট্রেলিয়ায় শিশুকন্যাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ, বাংলাদেশি দম্পতির মৃত্যু

শহিদুল হাসান স্বপন এবং সাবরিনা আহমেদ পাঁপড়ি। ছবি: সংগৃহীত

সন্তানকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিয়ে অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার পার্থের একটি সমুদ্র সৈকতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে।

পুলিশ ও গণমাধ্যম সুত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার পার্থে ক্রিসমাসের ছুটিতে পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওই বাংলাদেশি দম্পতি। গতকাল দুপুরে ওয়ালপোল সৈকতে ঘুরতে গিয়েছিলেন তারা। সমুদ্রের জোয়ার-ভাটার বিষয়ে অবগত না থাকায় পানিতে নেমে তারা আনন্দ করছিলেন। হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউ এসে তাদের শিশুকন্যা সিয়ানাকে টেনে নিয়ে যায়। মেয়ের প্রাণ বাঁচাতে বাবা শহিদুল হাসান স্বপন এবং মা সাবরিনা আহমেদ পাপড়ি ঝাঁপিয়ে পড়েন গভীর সমুদ্রে। নাটকীয়ভাবে তারা তাদের কন্যাকে উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেন নি।

স্থানীয় পুলিশ সমুদ্র থেকে এই হতভাগ্য দম্পতির মরদেহ উদ্ধার করেছে।

নিহত দম্পতির মরদেহ এখনো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ রোববার তাদের মরদেহ হস্তান্তরের কথা আছে।

শহিদুল হাসান স্বপন পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করার পর একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এই দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী।

এর আগে গত এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় বেড়াতে এসে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নামের একজন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago