হাজার বছর টিকতে পারে যে ব্যাটারি

ছবি: ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া

যুক্তরাজ্যের পারমানবিক শক্তি কর্তৃপক্ষ ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ব্যাটারি তৈরি করেছেন। 'কার্বন-১৪ ডায়মন্ড'-এর এই ব্যাটারি কয়েক হাজার বছর শক্তি উৎপাদন করতে পারবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

এই ব্যাটারি রেডিওঅ্যাকটিভ আইসোটোপ কার্বন-১৪ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে।

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের পারমানবিক শক্তি কর্তৃপক্ষের বিজ্ঞানী সারাহ ক্লার্ক এক বিবৃতিতে বলেন, 'ডায়মন্ড ব্যাটারিটি নিরাপদ ও টেকসই উপায়ে ধারাবাহিকভাবে মাইক্রোওয়াট মাত্রার শক্তি সরবরাহ করতে পারে। এই প্রযুক্তিতে কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করে স্বল্প পরিমাণ কার্বন-১৪-কে নিরাপদে আবদ্ধ রাখা হয়।'

সম্ভাব্য ব্যবহার

বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাটারির ব্যবহার বহুমুখী হতে পারে। এটি কানে শোনার যন্ত্র ও পেসমেকারের মতো চিকিৎসা যন্ত্রে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আপনার জীবদ্দশায় ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন পড়বে না।

বিরূপ পরিবেশেও কার্যকর থাকায় এটি মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের জন্য আদর্শ হয়ে উঠতে পারে। কয়েক দশক বা শতক ধরে চলবে এমন অভিযানে ব্যবহার করা যেতে পারে এই ব্যাটারি।

এ ছাড়া দূরবর্তী বা প্রতিকূল পরিবেশে রেডিও-নির্ভর যন্ত্রে ব্যবহার করা যাবে এ ব্যাটারি। যন্ত্রের খরচ কমানোর পাশাপাশি দুর্গম অঞ্চলে যন্ত্রের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে এটি।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago