খুলনার অধিনায়ক মিরাজ, সিলেটের আরিফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হতে একদিনও বাকি নেই। একেবারে শেষ মুহূর্তে এসে জানা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নেতৃত্বে থাকছেন কারা। আজ রোববার সন্ধ্যায় জানা গেল খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের নাম। তাতে চূড়ান্ত হলো সাতটি দলের অধিনায়ক।

এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অলরাউন্ডার আরিফুল হককে অধিনায়ক ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্স। গত আসরে এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবারও তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু রাজনৈতিক কারণে এবার বিপিএলে খেলতে পারছেন না মাশরাফি!

আর খুলনা টাইগার্স এক অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। গত আসরে এই দলটির অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। এবার তিনি খেলছেন দুর্বার রাজশাহীতে।

অধিনায়ক কে হবেন তা সবার আগে ইঙ্গিত দিয়েছিল ফরচুন বরিশাল। গতবার শিরোপা জেতানো তামিম ইকবালকে এবারও নেতৃত্বে রেখেছে তারা। পরিবর্তন হয়নি রংপুর রাইডার্সের অধিনায়কও। কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগ জেতানো নুরুল হাসান সোহানের কাঁধেই থাকছে দায়িত্ব।

লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের মতো তারকাদের ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এর আগে আরও ছয়টি আসরে খেললেও এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এবং সদ্যই রংপুর বিভাগকে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জেতানো আকবর আলীকে উপেক্ষা করে রাজশাহী অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে এনামুল হক বিজয়ের কাঁধে। তাসকিন দলটির সহ-অধিনায়ক। চিটাগং কিংসের দায়িত্ব থাকছেন মোহাম্মদ মিঠুন।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

21h ago