আবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ২

শ্রীনগরের হাসাড়া এলাকায় একটি গাড়ির পেছনে ঢাকামুখী একটি বাস ধাক্কা দিলে বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হন। ছবি: সংগৃহীত
শ্রীনগরের হাসাড়া এলাকায় একটি গাড়ির পেছনে ঢাকামুখী একটি বাস ধাক্কা দিলে বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার ভোরে পাঁচটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় একটি গাড়ির পেছনে ঢাকামুখী একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি ধরন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এটি কাভার্ড ভ্যান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

এই দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর 'অজ্ঞাত' গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।  

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দ্য ডেইলি স্টারকে জানান, 'ঘন কুয়াশার কারণে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের বাসটি অজ্ঞাত গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।'

'তবে, তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। অজ্ঞাত গাড়ির খোঁজ করা হচ্ছে', যোগ করেন তিনি।

এর আগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানের পেছনে মাওয়ামুখী একটি মিনিবাসের ধাক্কায় দুই জন নিহত হন।

গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।

 

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

6h ago